মানব সম্পদ উন্নয়নে আমাদের দীক্ষা
তথ্য-প্রযুক্তি জীবন জুড়ে হাতে কলমে শিক্ষা
১. আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী বিশিষ্ট শিক্ষবিদ আলিমেদ্বীন ও হুফপাজেকেরামদের সার্বিক তত্বাবধানে পরিচালিত।
২. আর্ন্তজাতিক মানসম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
৩. প্রতি ১০ জন শিক্ষার্থীকে একজন শিক্ষক দ্বারা পাঠদান ও নিবিড় তও্বাবদান।
৪. হিফজের পাশাপাশি বয়স অনুপাতে সম্পূরক সাধারণ শিক্ষাদান (আরবি, বাংলা, ইংরেজী ও গণিত)
৫. ইবতেদায়ী সমাপনি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশগ্রহনের সুবিধা।
৬. ইবতেদায়ী সমাপনি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের বছরব্যাপী কোচিং করার সু-ব্যবস্থা।
৭. হারামাইন শরীফাইনের ইমাম ও আর্ন্তজাতিক মান-সম্পন্ন হুফফাজে কেরামদের তিলাওয়াতের অডিও-সিডির মাধ্যমে বিশুদ্ধ ও শ্রুতিমধুর তিলাওয়াত শিক্ষা।
৮. তাজবিদ ভিওিক বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা।
৯. শিক্ষার মানোন্নয়নে নিয়মিত ত্রি-পক্ষীয় (পরিচালনা পরিষদ- শিক্ষক- অভিভাবক) বৈঠক।
১০. নৈতিক মানোন্নয়নে নিয়মিত আখলাক্বী তালিম ও তরবিয়ত প্রদান।
১১. দূরবর্তী ও বিদেশী শিক্ষার্থীদের অভিভাবকত্ব প্রদান।
১২. ছাত্রদের কে প্রতিযোগীমনা ও যুগোপযোগী নাগরিক হিসেবে গড়ে তুরতে প্রতি চার মাস অন্তর- অন্তর প্রতিযোগীতা ও পুরুস্কার প্রদানের ব্যবস্থা।
১৩. রুটিন ভিওিক শু-শৃংখল পাঠদান ও কঠোর নিয়মানুবর্তিতা।
১৪. স্কুল/ অন্য প্রতিষ্ঠান থেকে আগত দূর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা।
১৫. নিয়মিত রিপোর্ট বই ও ডায়েরী সংরক্ষন।