আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ভিওিক নৈতিকতা, সততা ও যোগ্যতা সম্পন্ন সু-নাগরিক তৈরি করা।
হিফজ সমাপনের পরিকল্পনা
ছবক:
*. ০১ পারা-০৫ পারা। কমপক্ষে অর্ধপৃষ্ঠা।
*. ০৬ পারা-১০ পারা। কমপক্ষে ১ পৃষ্ঠা।
*. ১০ পারা-২০ পারা। কমপক্ষে দেড় পৃষ্ঠা।
*. ২০ পারা-৩০ পারা। কমপক্ষে ২ পৃষ্ঠা।
৫ ছবক:
*প্রতিদিনের ছবকসহ পূর্বের ৪ দিনের ছবক শুনানো।
আমুখতা:
*১ম পারা থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রতিদিন কমপক্ষে ৫ পৃষ্ঠা করে শুনানো।
তিলাওয়াত:
* ০১ পারা-০৫ পারা।
প্রতিদিন কমপক্ষে ২ পারা তিলাওয়াত।
*. ০৬ পারা-১০ পারা।
প্রতিদিন কমপক্ষে ৩ পারা তিলাওয়াত।
*. ১০ পারা-২০ পারা।
প্রতিদিন কমপক্ষে ৫ পারা তিলাওয়াত।
*.২০ পারা-৩০ পারা।
প্রতিদিন কমপক্ষে ৬ পারা তিলাওয়াত।
দ্বাওরা:
*নূন্যতম ৬ টি দ্বাওরা শুনানো।
*১ম দ্বাওরা আধাপারা করে শুনানো।
*২য় দ্বাওরা থেকে ৫ম দ্বাওরা পর্যন্ত ১ পারা করে শুনানো।
ফাইনাল দ্বাওরা:
*০১-৩০ পারা একসাথে দুই দিনে এক শিক্ষকের কাছে শুনানো।
তিলাওয়াত:
*প্রথম ২ দ্বাওরাতে প্রতিদিন ১০ পারা করে তিলাওয়াত।
*পরবর্তী দ্বাওরাগুলোতে প্রতিদিন ১৫ পারা করে তিলাওয়াত করা।