দি কুরআনিক হোম
The Quranic Home
আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন শিক্ষা প্রতিষ্ঠান

Chairman Image

হাফিজ মাওলানা হেলাল উদ্দিন

Message of The Chairman

আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাজি নাসতোফা, আম্মা বা'দ -
সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব মানবতার অনুপম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা পবিত্র কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে। এ আদর্শকে সামনে রেখে প্রগতির এ যুগে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে শহর কেন্দ্রিক আধুনিক একটি বহুমুখী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ২০০৮ সালে ডিসেম্বর মাসে দি কুরআনিক হোম নাম দিয়ে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট শহরের শাহজালাল উপশহরে যাত্রা শুরু করে।
আলহামদুলিললাহ,
উৎসাহিত পরিচালক ও শেয়ার হোলডারদের সহায়তায় ২০১১ সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষে সিলেট হুমায়ুন রশিদ চত্তর বাইপাস সড়ক সংলগ্ন সাড়ে ৪৮ শতাংশ ভূমি ক্রয় করা হয়।
পবিত্র কুরআন যেমন সার্বজনীন তেমনি কুরআনিক হোমের কার্যক্রম হবে বিশ্ব ব্যাপী, ইনশাআল্লাহ। ইতিমধ্যে দি কুরআনিক হোম সিলেট তথা বাংলাদেশে হিফজ শিক্ষার ক্ষেত্রে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে বলে আমি মনে করি। শুধু দেশেই নয়; ইউরোপ-আমেরিকার অনেক দেশ থেকে ছাত্ররা এখানে এসে অবস্থান করে সফলতার সাথে হিফজ সম্পন্ন করছে। তাই দি কুরআনিক হোম এসোসিয়েটস এর চুড়ান্ত লক্ষ পানে পৌঁছতে সর্বাগ্রে প্রয়োজন অধীকৃত ভূমিতে নিজস্ব ভবন তৈরি করা। এরই লক্ষে সম্মানিত পরিচালক বৃন্দের আন্তরিক সহযোগিতায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।
পরিচালক ও শেয়ার হোল্ডারদের পরিশ্রম, শিক্ষার্থীদের অসাধারণ ফলাফল, শিক্ষক বৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সদিচ্ছা আমাদের আগামী দিনের শক্তি ও সাহস।
মাআসসালাম,